আথ্রাইটিস হলো অস্থি বা জোড়ার রোগ বা সমস্যা। আমাদের শরীরে বহু জয়েন্ট বা জোড়া রয়েছে এসব জয়েন্ট বা জোড়ায় যে ব্যাথা বা প্রদাহ হয় তাকে আমরা আথ্রাইটিস বা অনেকে বাতের ব্যাথা বলে থাকি। আথ্রাইটিস এর কারণে জোড়ায় জোড়ায় ব্যাথা, গিড়ে ফুলে যাওয়া, নড়াচড়া করতে প্রচন্ড ব্যাথা অনুভব করা। আথ্রাইটিস এর কারনে এক সময় সমস্ত শরীর অবসন্ন হয়ে পড়ে। বর্তমানে বয়স্কদের আথ্রাইটিস একটা সাধার...